অ্যাসেড স্কুল - ACED School
21 hours 39 minutes ago
🌟“অ্যাসেড স্কুল গ্র্যান্ডপ্যারেন্টস ডে-২০২৪” 🌟
ভালোবাসার প্রজন্ম বন্ধনে এক অনন্য উদ্যাপন! বিগত বছর থেকে অ্যাসেড স্কুল জমকালোভাবে আয়োজন করছে গ্র্যান্ডপ্যারেন্টস ডে। অ্যাসেড স্কুলের আয়োজন করা এই দিনটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের ও তাদের দাদা-দাদি, নানা-নানিদের জন্য ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক সম্পর্কের এক অকৃত্তিম বহিঃপ্রকাশ। একসাথে আমরা উদ্যাপন করি ভালোবাসা, পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের শক্তি, যা আমাদের জীবনের ভিত্তি। গ্র্যান্ডপ্যারেন্টস ডে—প্রজন্মের মাঝে তৈরি করে অমলিন বন্ধনের সেতু।
অতিথিদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অতিথিদের মূল্যবান বক্তব্য ও উপস্থিতিদের কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ ও গান পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইলিয়াস উদ্দিন খান, সাবেক অধ্যক্ষ, সাভার সরকারি কলেজ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ ওয়াকিলুর রহমান, পরিচালক, অ্যাসেড স্কুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসেড স্কুলের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ নূরুজ্জামান তালুকদার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্কুলের কো-অর্ডিনেটরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও তাদের গ্র্যান্ডপ্যারেন্টস।
🗓️ তারিখ: বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
📍 ভেন্যু: অ্যাসেড স্কুল, মাধ্যমিক শাখা
👉 স্কুল সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজের সাথেই থাকুন।