ACED School
ACED School

শিক্ষা সমাপনী- ২০২৪

ACED School > Notice > শিক্ষা সমাপনী- ২০২৪

১। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০২/১২/২০২৪ তারিখ সোমবার শিক্ষা সমাপনী অনুষ্ঠান ২০২৪ উদযাপিত হবে বিধায় সকল শ্রেণীর ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।
২। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল ০৯:০০ ঘটিকার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে বলা হলো।
৩। শিক্ষার্থীদের মোবাইল, ক্যামেরা, ট্যাব, ডিজিটাল ক্লক, অলংকার আনা নিষিদ্ধ।
৪। অনুষ্ঠানের সময়সীমা: সকাল ০৯:৩০ হতে দুপুর ১২:৩০ পর্যন্ত।
৫। শিক্ষার্থীর ড্রেস কোড:
ছাত্র: ফুল/ হাফ স্লিভ শার্ট, ফুল প্যান্ট, সু/কেড্স।
ছাত্রী: সালোয়ার, কামিজ, ওড়না (মার্জিত)।

অধ্যক্ষ

Leave a Reply