ভর্তি বাতিল ও ছাড়পত্র:
কোন অভিভাবক বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ছাড়পত্র নিতে চাইলে প্রতিষ্ঠানের সমুদয় পাওনা পরিশোধ করে ছাড়পত্র নিতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয়পত্র ফেরত দিতে হবে এবং ছাড়পত্র ফি বাবদ ৩০০ (তিনশত) প্রদান করতে হবে।
প্রত্যয়ন পত্র:
কোন ছাত্র-ছাত্রীর বিশেষ কারনে বিদ্যালয় হতে প্রত্যয়নপত্র নেয়ার প্রয়োজন হলে ২০০ (দুইশত) টাকা প্রত্যয়নপত্র ফি প্রদান করতে হবে।
অবশ্য পালনীয় কতিপয় আচরণবিধি:
অভিভাবকগণ ডায়েরী দেখে ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে নিশ্চিত হবেন এবং প্রয়োজনে শিক্ষার্থীর যে কোন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক/প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবেন। তবে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে কোন অভিভাবক কর্মরত শিক্ষক/শিক্ষিকার সাথে আলোচনা করতে পারবেন না। প্রয়োজনে প্রিন্সিপাল/শ্রেণি শিক্ষকের সাথে আলোচনা করার জন্য অফিস-এর মাধ্যমে যোগাযোগ করবেন। শিক্ষার্থী সম্পর্কে যে কোন বিষয়ে আলোচনার জন্য স্কুল থেকে আমন্ত্রণপত্র পাওয়ার পর নির্ধারিত দিনে ও সময়ে অভিভাবকগণ অবশ্যই প্রিন্সিপাল/শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করবেন।
Copyright © 2024 Aced School. All Rights Reserved.