ACED School
ACED School

বেতন প্রদানের নিয়মাবলী

  1. বেতন চলতি মাসের ১ (এক) হতে ১০ (দশ) তারিখের মধ্যে প্রদান করতে হবে।
  2. নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন প্রদানে ব্যর্থ হলে ৩১ তারিখ পর্যন্ত ৫০ (পঞ্চাশ) টাকা এবং পরবর্তী প্রতি মাসের জন্য ১০০ (একশত) টাকা হারে বিলম্ব ফি প্রদান করতে হয়।
  3. পরপর ৩ (তিন) মাস বেতন প্রদান না করলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হয়ে যাবে এবং পুনঃভর্তি ফি দিয়ে ভর্তি করতে হবে।