দেশ ও জাতি গঠনে চাই আলোকিত মানুষ। আলোকিত মানুষেরাই পরিপূর্ণ মানুষ। এরাই পারে ব্যক্তি ও সমাজ জীবনে বড় ধরনের ভূমিকা রাখতে। পারে দেশ ও জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে। এই ‘আলোকিত মানুষ’ গঠনের একমাত্র হাতিয়ার হল শিক্ষা। যথার্থ শিক্ষা প্রদান আর ব্যক্তি মানসের সুষ্ঠ বিকাশ সাধনের ক্ষেত্রে শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। ছাত্র-ছাত্রীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করে উন্নত ক্যারিয়ার গঠনের পাশাপাশি মন ও মননের উন্নতি ও বিকাশ সাধন করার মধ্য দিয়ে ‘আলোকিত মানুষ’ গঠনের এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে অ্যাসেড ২০০২ শিক্ষাবর্ষ থেকে শুরু করেছে স্কুলিং কার্যক্রম।
এজন্য অ্যাসেড নিশ্চিত করেছে মনোরম ও নিরিবিলি পরিবেশ। মনোনীত করেছে যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত পাঠ্যসূচি, সমাবেশ ঘটিয়েছে একদল দক্ষ ও উদ্যমী শিক্ষক-শিক্ষিকার। সুন্দর পরিবেশ, বিজ্ঞানসম্মত পাঠ্যসূচি আর শিক্ষক-শিক্ষিকাদের গভীর আন্তরিকতার সমন্বয়ে অ্যাসেড তার লক্ষ্য অর্জনে সফল হবে ইন্শাআল্লাহ।
Copyright © 2024 Aced School. All Rights Reserved.