জ্ঞানের অন্বেষণ তখনই মসৃণ হয়, যখন আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই ত্রয়ী পক্ষের সর্বাত্মক চেষ্টাকে সমন্বয় করতে পারি। প্রশিক্ষিত শিক্ষক, নিয়মানুবর্তিতায় অভ্যস্ত শিক্ষার্থী এবং দূরদর্শী ও সচেতন অভিভাবক একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে যথোপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের জ্ঞান বিনিয়োগ করতে হবে, দক্ষতা ও যোগ্যতা তৈরিতে উদ্যোগী হতে হবে এবং সর্বাত্মক নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে হবে।
Learning becomes impeccable when we unite the effort of trinity-teacher-student-guardian together. A teacher with diverse knowledge, a student with utmost discipline and a guardian with forward-looking attitude can facilitate an auspicious teaching-learning environment. To meet up the challenges of 21st century, we must invest knowledge, emphasize on building skill and be uncompromising regarding discipline in all sectors.
Copyright © 2025 Aced School. All Rights Reserved.